লুকিয়ে গায়ককে দেখতে যাওয়ায় তালাক দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৫, ১৯:৩৩
শেয়ার :
লুকিয়ে গায়ককে দেখতে যাওয়ায় তালাক দিলেন স্বামী

স্বামীকে না জানিয়ে পছন্দের গায়ককে দেখতে যাওয়া কাল হলো স্ত্রীর। স্বামীকে বলেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কিন্তু গিয়েছিলেন বিমানবন্দরে জনপ্রিয় এক গায়ককে অভ্যর্থনা জানাতে। অভ্যর্থনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে। সেখানে ওই নারীকে দেখতে পেয়ে ক্ষুব্ধ হন স্বামী। এরপরই তালাক দেন তাকে। মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে ঘটেছে এই ঘটনা। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় ওই পপ তারকাতাকে দেখতে ও অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ছিলেন সেই বিবাহিত নারী। তবে না জানিয়ে গায়ককে দেখতে বিমানবন্দরে যাওয়ায় এই নারীকে তালাক দিয়েছেন তার স্বামী।

দেশটিতে একটি কনসার্ট অংশ নিতে যান লেবাননের পপস্টার রেঘাব আলামা। তিনি জর্ডানের রাজধানী আম্মানের রানী আলিয়া বিমাবন্দর দিয়ে দেশটিতে আসেন। সেখানেই অনেকের মতো তাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন ওই নারী।

সেই নারী তার স্বামীকে বলেছিলেন তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু এর বদলে তিনি যান বিমানবন্দরে। ওই গায়ককে জর্ডানের মানুষের অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নজর আসে তার স্বামীরও। এরপর স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তবে সেই নারী ও তার সাবেক স্বামী জনসম্মুখে এখনো কোনো কথা বলেননি।