যে কারণে শাকিব খানের মতো হতে চান ভাবনা

বিনোদন প্রতিবেদক
১১ মে ২০২৫, ১৩:২৫
শেয়ার :
যে কারণে শাকিব খানের মতো হতে চান ভাবনা

গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। দেশের গণ্ডি পেরিয়ে এটি মুক্তি পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। হয়েছে প্রশংসিতও। বলা যায়, ‘বরবাদ’র সাফল্যে ভাসছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। শুধু এবারই নয়, বিগত কয়েক বছর ধরেই দর্শকদের একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শুধু তাই নয়, বরং ব্যক্তিগত জীবনেও শাকিবের মতোই হতে চান এই অভিনেত্রী।

ভাবনার কথায়, ‘শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না, কারণ তিনি এতটা এভেলেইবল না। তাকে সব জায়গায় পাওয়া যায় না। নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকেট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন যাকে সচারচর দেখা যায় না।’

শাকিব খানের মতো হতে চান উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে নাটক বা ছোটপর্দায় কাজ করছি না। সিনেমার প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না।’

সবশেষে শাকিবের সঙ্গে কাজ করার ইচ্ছে পোষণ করে ভাবনা বলেন, ‘বরবাদ সিনেমায় শাকিবের লুক ছিল সুপারব। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাইব।’

উল্লেখ্য, দীর্ঘ তিন যুগ ধরে ঢালিউডে একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন শাকিব খান। নিজেকে ভেঙে গড়েছেন বহুবার। সর্বশেষ ‘বরবাদ’ সিনেমায় নিজেকে হাজির করেছেন ভিন্নরূপে। যা শুধু প্রশংসাই নয়, গড়েছে আয়ের রেকর্ডও।