আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের দোকানে লিকেজ থেকে অগ্নিকাণ্ড

সাভার প্রতিনিধি
১১ মে ২০২৫, ০৯:১৭
শেয়ার :
আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের দোকানে লিকেজ থেকে অগ্নিকাণ্ড

সাভারের আশুলিয়ায় একটি সিলিন্ডার গ্যাসের দোকানে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। 

গতকাল শনিবার রাতে আশুলিয়ার নরসিংহপুরের বাংলাবাজার এলাকার করিম মিয়ার দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাংলাবাজার এলাকায় মজুদকৃত একটি গ্যাস সিলিন্ডারের দোকানে হঠাৎ আগুন লাগে। গ্যাসের কারণে আগুনের তীব্রতা ভয়াবহ রূপ নিলেও তা আশপাশে ছড়িয়ে পড়েনি। 

এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ‘একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডে বেশ কিছু সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন আশপাশে কোথাও ছড়াতে না পারায় বড় বিপদ হয়নি। ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের প্রায় ৪টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কথা প্রত্যক্ষদর্শীরা জানালেও নিশ্চিত হয়ে এ বিষয়ে জানানো যাবে।’