আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে সাভারে আনন্দ মিছিল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ মিছিল হয়েছে সাভারে।
গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেওয়ার পরপরই সাভারের শহীদ ইয়ামিন চত্বরে অবস্থান নেওয়া এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের নেতাকর্মীরা এই আনন্দ মিছিল বের করেন।
এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দেন।
এছাড়া জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।