পার্বত্য এলাকায় শিক্ষা ও সমাজের উন্নতিতে কাজ করা হবে: সুপ্রদীপ চাকমা

রাঙামাটি প্রতিনিধি
১১ মে ২০২৫, ০০:০২
শেয়ার :
পার্বত্য এলাকায় শিক্ষা ও সমাজের উন্নতিতে কাজ করা হবে: সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ও সামাজিক উন্নতির জন্য সবকিছু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আজ শনিবার রাঙামাটির আনন্দ বিহারে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা, পুরষ্কার বিতরণ ও মহাপুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পার্বত্য উপদেষ্টা বলেন 'বৌদ্ধধর্মের উন্নতিতে, আগামী প্রজন্মের লেখাপড়া উন্নতিতে আমরা সবাই মিলে একযোগে কাজ করব। পরিবেশ সংরক্ষণে আমরা সবসময় যত্নবান থাকব। আর্থ সামাজিক উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।'

পার্বত্য ভিক্ষুসংঘের সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন পার্বত্য ভিক্ষুসংঘের উপসংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথেরো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা প্রমুখ। এর আগে সকালে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাজারো বৌদ্ধ নরনারী বুদ্ধ পতাকা হাতে নিয়ে রাঙামাটি ফিসারী বাধ পার হয়ে আনন্দ বিহারে ধর্মসভায় মিলিত হন।

অনুষ্ঠানে বক্তারা বলেন বুদ্ধের চারি আর্য্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, মৈত্রী, করুনা, মুদিতা, উপেক্ষা চর্চা করলেই জাতীয় জীবনে উন্নতি শ্রীবৃদ্ধি সম্ভব। বুদ্ধের বিনয়নীতি অনুসরণ করা হলে সমাজ আলোকিত হবে। জাপানিরা বুদ্ধের বিনয় শিক্ষা অনুশীলন করে উন্নত ও সভ্য জাতিতে পরিণত হয়েছেন।