দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব
বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয় প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম ‘দীপ্ত স্টার হান্ট’। এটি প্রতিভা খোঁজার এক অনন্য উদ্যোগ। এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৯ মে) রাত ১০টায় দীপ্ত টিভিতে। শুরু থেকেই সবার আগ্রহ ছিল, কে হবেন এবারের প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছেন কিশোরগঞ্জের মেয়ে মিষ্টি ঘোষ এবং বরিশালের ছেলে শাকিব হোসেন। প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছেন যশোরের ফারিহা রহমান এবং বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্স আপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী এবং বরিশালের হাফিজ রহমান। ‘দীপ্ত স্টার হান্ট’-এর বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।