কঙ্গনার হলিউড মিশন
অভিনয়ে প্রশংসা, সোশ্যাল হ্যান্ডেলে বিতর্কের জন্ম আর নির্মাতা হিসেবে ফ্লপ হওয়া বলিউড কুইন এবার নেমেছেন হলিউড মিশনে। বলিউডে কঙ্গনা রনৌতের রয়েছে একটা আলাদা ইমেজ। বিশেষ করে তার অভিনয় দক্ষতা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। এবার তিনি অভিনয় করতে চলেছেন হলিউডের সিনেমায়! ‘ব্লেসড বি দ্য ইভিল’ নামের এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। সেখানে আরও অভিনয় করবেন ‘টিন ওল্ফ’ অভিনেতা টাইলার পোসি এবং স্কারলেট রোজ স্ট্যালোন। অর্থাৎ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর ভৌতিক গল্পের সিনেমা দিয়ে হলিউডে অভিষেক হতে চলেছে।
প্রকল্পটি লায়ন্স মুভিজের ব্যানারে নির্মিত হবে। শুটিং হবে নিউইয়র্কে। এমনকি সিনেমার সার্বিক ব্যবস্থাপনাও হবে নিউইয়র্কে। কারণ, সম্প্রতি ঘোষিত ট্রাম্প শিল্প শুল্ক থেকে মুক্তি পেতেই প্রযোজকরা মার্কিন যুক্তরাষ্ট্রে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘ব্লেসড বি দ্য ইভিল’ পরিচালনা করবেন অনুরাগ রুদ্র। তিনি লায়ন্স মুভিজের সভাপতি এবং প্রতিষ্ঠাতা গাথা তিওয়ারির সঙ্গে চিত্রনাট্যটি যৌথভাবে লিখেছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল