সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, সতর্ক বিজিবি
সিলেট সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির স্থানীয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সিলেট সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলসে কারফিউ জারি করে দেশটি। বিষয়টি চিঠির মাধ্যমে সিলেট জেলা প্রশাসককে অবহিত করা হয়।
জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব জৈন্তিয়া হিলসের জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত আদেশে বলা হয়, পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার আন্তর্জাতিক সীমান্ত এখনো সম্পূর্ণভাবে বেড়া দিয়ে ঘেরা নয়। এ কারণে এই অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সন্ত্রাসী গোষ্ঠী, চোরাকারবারি ও অবাঞ্ছিত অনুপ্রবেশকারীরা রাতে সীমান্ত অতিক্রম করে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন। এই পরিস্থিতিতে ৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি থাকবে।
এর আগে, গত ৮ মে তামাবিল নলজুরি এলাকায় উভয় দেশের যৌথ জরিপ দল অবস্থানকালে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। পরে জরিপ কাজ স্থগিত করা হয়।
সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ, বহির্গমন এবং চোরাচালানি প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে।’
এছাড়া পরিস্থিতি বিবেচনায় সীমান্তবর্তী এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তের নিরাপত্তায় আমরা দৃঢ়বদ্ধ রয়েছি বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, ভারতের জৈন্তিয়া হিলসে রাত্রিকালীন কারফিউ জারির বিষয়টি সেখানকার জেলা ম্যাজিস্ট্রেট একটি অনুলিপির মাধ্যমে সিলেট জেলা প্রশাসনকে জানিয়েছেন। তবে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।