‘পাকিস্তান আগ্রাসনকারী নয়, জবাব দেওয়ার অধিকার রাখে’

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ১৬:৪৯
শেয়ার :
‘পাকিস্তান আগ্রাসনকারী নয়, জবাব দেওয়ার অধিকার রাখে’

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারতের আগ্রাসনের জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে। আজ শনিবার বিবিসি এ কথা বলেন তিনি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তান আগ্রাসনকারী নয়, পাকিস্তান এখন জবাব দেওয়ার অধিকার রাখে।’

ভারত শাসিত কাশ্মীরের জুম্মুতে আজ ভোরে হামলায় বেসামরিক এলাকার নাগরিকদের ঘরবাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। তাকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পাকিস্তান কেবলমাত্র সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্য করেছে।’

এর আগে ভারত অভিযোগ করে যে, পাকিস্তান তাদের সামরিক ঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সংঘর্ষ বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ এলাকায় সেনা মোতায়েন করেছে।