কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
১০ মে ২০২৫, ১৬:২৪
শেয়ার :
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

রাজেশ কুমার রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাজেশ চাচাতো ভাই ও ভগ্নিপতিকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান রাজেশ কুমার পাল। সেখানে গিয়ে তরা একটি আবাসিক হোটেলে ওঠেন। পরে আজ সকাল দশটার দিকে সমুদ্রে গোসলে নামলে রাজেশ ঢেউয়ের তোড়ে সমুদ্রের গভীরে ডুবে যায়।

এ সময় স্বজনদের ডাকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।