ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে ৫ ঘণ্টা ব্লকেড
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া-খুলনা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার সামনে ৫ ঘণ্টা পর্যন্ত ব্লকেড করে রাখেন। এরপর ভোর ৫টার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গতকাল শুক্রবার রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত তারা মহাসড়ক ব্লকেড করে রাখেন। এ সময় দুই পাশের শত শত গাড়ি আটকা পড়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
জানা গেছে, ৫ ঘণ্টা পর ভোর ৫টার দিকে প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে তারা ব্লকেড থেকে সরে আসেন।
এ বিষয়ে ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশরাফ হোসেন জানান, কেন্দ্রীয় নির্দেশে আমরা মহাসড়কে ব্লকেড করেছি এবং কেন্দ্রীয় নির্দেশে উঠে এসেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ ১৭টি বছর সন্ত্রাসের রাজত্ব করেছিল। খুন, গুম ও গণতন্ত্র হত্যা করে তারা রাজনীতির নামে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। তাদের রাজনীতি করার যোগ্যতা এদেশ থেকে হারিয়ে ফেলেছে। তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই। বর্তমান সরকার এই আওয়ামী রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
এদিকে এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, ভাঙ্গা টোল প্লাজার সামনে ছাত্র জনতা ব্লকেড করেছিল। পরে তারা রাস্তা ছেড়ে দিয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।