ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বেশিরভাগ সময়ই উপরের দিকে অবস্থান করে বাংলাদেশের রাজধানী ঢাকা। সেই ধারাবাহিকতায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫২ নিয়ে আজ তালিকার সপ্তম স্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচক অনুসারে, শহরটির বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’।
আজ শনিবার স্থানীয় সময় ১০টা ১০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী এসব তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, ২৭২ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, এর পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭৫। আর ১৬৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কিনসাসা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর পর ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ইরাকের বাগদাদ ও পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, স্কোর ১৫৪। এর ১৫২ স্কোর নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তানের করাচি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। সেটি বেড়ে ২০১ থেকে ৩০০ এর মধ্যে চলে এলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছায়। এতে বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।