পাকিস্তানের পাল্টা হামলা /

ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ০৮:৪০
শেয়ার :
ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ নামের এই অপারেশনে ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। 

পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ে ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে। এই হামলায় ভারতের উধমপুরের একটি এবং পাঠানকোটের দুইটি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।

এদিকে পাকিস্তানের ড্রোন হামলায় ভারতের পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানানো হয়।

এনডিটিভি জানায়, শুক্রবার সন্ধ্যার পর ভারতের উত্তরাঞ্চলে ড্রোন হামলা শুরু করে পাকিস্তান।

এছাড়া দেশ দুটির সীমান্তে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্চ এলাকায় পাকিস্তানি সেনারা ভারী কামান ও গোলা ব্যবহার করে গোলাবর্ষণ শুরু করে বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ভারতের পাল্টা জবাবেও চলছে সমানতালে গোলাবর্ষণ।