আ. লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল শুক্রবার রাতে সাভার মডেল মসজিদের অদূরে শহীদ ইয়ামিন চত্বরে জড়ো হয়ে এনসিপি নেতারা এই কর্মসূচি পালন করেন।
মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের কবলে পড়েন যাত্রীরা।
এ সময় তারা আওয়ামী লীগ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান।
পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা জনদুর্ভোগের কথা বিবেচনা করার আহ্বান জানালে রাত ১টার দিকে অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।
একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন একদল শিক্ষার্থী।
বটতলা এলাকা থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।