মানুষের এই ভালোবাসা আবেগতাড়িত করে
তারিক আনাম খানের জন্মদিন আজ
জনপ্রিয় অভিনেতা এবং নাট্যনির্দেশক তারিক আনাম খানের আজ জন্মদিন। ১৯৫৩ সালের এই দিনে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। চার দশকেরও বেশি সময় ধরে দাপিয়ে অভিনয় করছেন তারিক আনাম খান। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। দীর্ঘ এই ক্যারিয়ার পার করে এলেও কখনও ক্লান্তি ছুঁতে পারেনি তাকে।
বয়সটা তার কাছে শুধু সংখ্যামাত্র! ছোটবেলায় বেড়ে উঠেছিলেন সাংস্কৃতিক আবহে। তাই তো পারিবারিক পরিমণ্ডল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তারিক আনাম খানের। অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি ছিলেন ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার সেরা ছাত্র। তাই তো থিয়েটার মিশে আছে তার অস্থিমজ্জায়। ভারতের অনুপম খেরের সঙ্গে ক্লাস করেছেন এনএসডিতে।
মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রÑ এই তিন ক্ষেত্রেই সমান পদচারণা তার। ১৯৯০ সালে তিনি ‘নাট্যকেন্দ্র’ নামে নাট্যদল প্রতিষ্ঠা করেন। অভিনয়ের পাশাপাশি নাট্যকেন্দ্র থেকে প্রযোজিত একাধিক নাটকের নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জন্মদিন প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘জন্মদিন মানেই আমার কাছে ছেলেবেলা। তেমন উদযাপন হতো না। বাবা খুব সকালে উঠে আমার জন্মদিনের তারিখটা সুরে সুরে আওড়াতেন। মা আমার পছন্দের ভালো খাবার-দাবার রান্না করে খাওয়াতেন। ভাই-বোনরা ক্ষ্যাপাত-ব্যস ওইটুকুই। এখন অনেক মানুষ আমার জন্মদিনকে মনে রাখেন, শুভেচ্ছা জানান। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে, আবেগতাড়িত করে। আমি তো মানুষের জন্য কিছু করতে পারিনি। কিন্তু এখনকার বিষয়টা একেবারে আলাদা। আপনজনরা সরাসরি, আবার অনেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন, উপহার দিচ্ছেন; যেটা আসলে অন্যরকম ভালো লাগার।’
২০১৪ সালে ‘দেশা : দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে এবং ২০২০ সালে ‘আবার বসন্ত’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তারিক আনাম খান। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছেÑ ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘সুরুজ মিয়া’, ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘জয়যাত্রা’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘আহা’, ‘জাগো’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘সাপলুডু’, ‘মেকাপ’, ‘মৃধা বনাম মৃধা’ ইত্যাদি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল