এশিয়াসেরা পারিশ্রমিক রজনীকান্তের

মাজেদ হোসেন টুটুল
১০ মে ২০২৫, ০০:০০
শেয়ার :
এশিয়াসেরা পারিশ্রমিক রজনীকান্তের

‘থালাইভা’- ভারতীয় সিনেমার এক প্রাণপুরুষ। সুপারস্টার। চিরযুবা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতের গণ্ডি ছাড়িয়ে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, তিনি ‘দ্য গ্রেট রজনীকান্ত’। দক্ষিণী সুপারস্টার হলেও গোটা উপমহাদেশেই ‘থালাইভা’ বা নেতা, সেনাপতি হিসেবেই দেখা হয় রজনীকান্তকে। আসলেই তিনি সিনে ইন্ডাস্ট্রির সেনাপতি। হিন্দি চলচ্চিত্রকে উচ্চতায় পৌঁছানোর কাণ্ডারি তিনি। একের পর এক চমক দিয়ে চলেছেন। ২০২৩-এ ‘জেলার’ দিয়ে ৭৪ বছর বয়সেও বক্স অফিস তোলপাড় করছেন। এবার থালাইভা এমন এক রেকর্ড করেছেন, যা শুধু উপমহাদেশেই নয়, পুরো এশিয়াতেই।

লোকেশ কানাগরাজ পরিচালিত রজনীকান্তের অভিনীত ‘কুলি’ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ১৪ আগস্ট। এই সিনেমার জন্য রজনীকান্ত পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ২৮০ কোটি রুপি, যা তাকে এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতায় পরিণত করবে। এর আগে তিনি ছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা।

অর্ধশত বছরের উজ্জ্বল কর্মজীবনে রজনীকান্ত ১৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৫ সালে তামিল সিনেমা ‘অপূর্ব রাগাঙ্গাল’ দিয়ে তার অভিনয়জীবন শুরু। টি রামা রাওয়ের ‘আন্ধা কানুন’ দিয়ে পদার্পণ ঘটে বলিউডে। অভিনয়ে আসার আগে তিনি বাস কন্ডাক্টর, কাঠমিস্ত্রি, এমনকি কুলির কাজও করেন। সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে এশিয়ার সেরা অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করলেন।

সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও ‘সাইমন’ চরিত্রে দক্ষিণের আরেক তারকা নাগার্জুনা আক্কিনেনি থাকছেন। শোনা যাচ্ছে, ক্যামিও চরিত্রে পর্দা কাঁপাবেন বলিউড তারকা আমির খান। একটি গানের দৃশ্যে দর্শকহৃদয় মাতাতে উপস্থিত হবেন পূজা হেগড়ে। এ ছাড়া থাকছেন শ্রুতি হাসান, সত্যরাজ, উপেন্দ্র রাও প্রমুখ। এরই মধ্যে ‘কুলি’ আলোচনার শীর্ষে উঠে এসেছে বিশাল বাজেট এবং থালাইভার রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের কারণে।

‘দ্য গ্রেট রজনীকান্ত’র অভিনয় ও স্টাইলে আজও ফিদা দর্শককুল। তিনিই প্রথম প্যান-ইন্ডিয়ান খ্যাতি লাভ করেছিলেন। চোখে সানগ্লাস পরার স্টাইল কিংবা মুখে সিগারেট, সঙ্গে দুর্দান্ত সংলাপ’ সবকিছুতেই তিনি অনন্য। এই মেগাবাজেট অ্যাকশন থ্রিলারটি প্রযোজনা করছে সান পিকচার্স। সংগীত পরিচালনা করছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দ্রন।

সম্প্রতি নির্মাতারা ‘কুলি’র একটি প্রোমো প্রকাশ করেছেন। এর পর থেকেই চারদিকে শোরগোল। একই সঙ্গে শুরু সিনেমাটি মুক্তির ১০০ দিনের কাউন্টডাউন। প্রোমোতে রজনীকান্তসহ অন্য তারকাদের চমকপ্রদ লুক প্রকাশ পায়। ফলে দর্শকদের উত্তেজনা আরও বেড়েছে। ‘জেলার’-এর পর থালাইভা কীভাবে পর্দায় হাজির হন, সবাই অধীর সেই চমকের অপেক্ষায়।