বিয়েবাড়িতে মহুর্তেই শোকের ছায়া

রাজবাড়ী প্রতিনিধি
০৯ মে ২০২৫, ২১:২১
শেয়ার :
বিয়েবাড়িতে মহুর্তেই শোকের ছায়া

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে প্রনয় সরকার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের পরিতোষ সরকারের ছেলে।

আজ শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর মেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আজ প্রনয় সরকারের বাড়ীতে তার চাচার বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিল। মোটরসাইকেল নিয়ে জামালপুর বাজার থেকে সদাই আনতে যাচ্ছিল প্রনয়। পথে নলিয়া মেলার মাঠ এলাকায় ইটভাটার মাটি টানা ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লোকজন তার বাড়ীতে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’