শ্মশান নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
০৯ মে ২০২৫, ২০:১৪
শেয়ার :
শ্মশান নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে প্রতিবাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি শ্মশানকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ায় রাষ্ট্রবিরোধী ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মেইন রোডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণ করে ঈশ্বরগঞ্জের সর্বস্তরের জনসাধারণ।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে ভারতীয় মিডিয়ায় শ্মশান সংক্রান্ত ভুয়া তথ্য ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে।

এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, ঈশ্বরগঞ্জে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বিরাজমান এবং কোনো ধরণের সাম্প্রদায়িক উত্তেজনার স্থান এখানে নেই।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- স্থানীয় আলেম সমাজ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ। তারা বলেন, ‘আমাদের মাটি ও মানুষকে বিভ্রান্ত করার এ ধরনের চক্রান্ত কখনোই সফল হবে না।’

এ সময় বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘মিথ্যা প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও’, ‘ঈশ্বরগঞ্জ শান্তির জনপদ’ ইত্যাদি।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও যদি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়, তাহলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়াও কর্মসূচিতে বক্তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদুল আহমেদের বদলি প্রত্যাহারের দাবি জানান।