গণঅধিকার পরিষদের মিছিলে পুলিশের বাধা
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মিছিলটি রাজধানীর পুরানা পল্টন থেকে বের হলে প্রথমে বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সামনে এগিয়ে যান দলটির নেতাকর্মীরা।
আজ শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে পল্টন মোড়ে গণমিছিল শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, জুমার নামাজ শেষে গণপরিষদ অধিকারের নেতারা বিক্ষোভ মিছিল বের করেন। পুরানা পল্টন থেকে গুলিস্তানের দিকে যাওয়ার সময় তারা পুলিশি বাধার সম্মুখীন হন। নেতাকর্মীরা পুলিশকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পুলিশ কেন বাধা দিল, সেই কারণে অনেক নেতাকর্মী ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে অনেক কিছু বলতে শোনা যায়। মারমুখী পরিবেশ সৃষ্টি হয়। পরে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তী সময়ে পুলিশ সরে গেলে বিক্ষোভ মিছিলটি গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে পুরানা পল্টনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ জুমার পর যখন গণঅধিকার পরিষদ মিছিল বের করে, তখন পুলিশ হামলা চালিয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করেছে। ডিএমপির এসি মহসিন এই মারধর করেন।’
তিনি বলেন, ‘এই সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় সংলাপ ডাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’