চাটমোহর উপজেলা আওয়ামী লীগের ৯ নেতা গ্রেপ্তার
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নয় জনকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নয় জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো (১) সিরাজুল ইসলাম(৪৬) মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক , (২) মকবুল হোসেন(৫২) মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা , (৩) আব্দুল ওহাব (৫০) পৌর আওয়ামী লীগ, (৫) আব্দুস সামাদ , (৬) ছকির উদ্দিন হান্ডিয় , ও (৭) আলতাফ হোসেন হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা , (৮) রবিউল ইসলাম রাসেল(৩৫) ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, (৯) আজিজুল হক(২৫) ) ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগ নেতা এদের সবাইকে বিস্ফোরক মামলায় আটক দেখানো হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান , আটককৃতদের বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।