সাভারে বাস চাপায় প্রাণ গেল দুই যাত্রীর

জাহিদুর রহমান, (সাভার) ঢাকা
০৯ মে ২০২৫, ১২:৫৩
শেয়ার :
সাভারে বাস চাপায় প্রাণ গেল দুই যাত্রীর

সাভারে যাত্রীবাহী বাস চাপায় নিহত হয়েছেন দুই যাত্রী। আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মো. হোসেন ও সায়াত শেখ।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেছে , ওই দুই যাত্রী লাফিয়ে সড়ক বিভাজক অতিক্রম করে সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে নেমে চন্দ্রাগামী একটি যাত্রীবাহী বাস থামানোর সংকেত দেন। এ সময় চালক হটাৎ ব্রেক করে পেছন থেকে আসা রডবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ওই বাসের নিচে চাপা পড়েই ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও রড বাহী ট্রাক জব্দ করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।