হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আইভী
প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে। আজ শুক্রবার সকাল ১০ টায় তাকে আদালতে হাজির করে একটি হত্যা মামলার শুনানী শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ এর বিচারক মো. মাঈনউদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করা হয়। শুনানী শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয় আগামী ২৬ মে।
নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভীকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলা শুনানী শেষে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে মোট ৫ টি মামলা রয়েছে।