সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২৫, ২২:২২
শেয়ার :
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বৃহস্পতিবার বিকেলে পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে কুকুরের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় অপরজনকে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন পাকুন্দিয়া থানার এসআই মোঃ সুজায়েত।

নিহতরা হলেন- পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর সদরের বড়বাড়ি এলাকার আফছর উদ্দিন মানিক মিয়ার ছেলে মোঃ লাম (২০) ও পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বীর পাকুন্দিয়া এলাকার হাজী জসিম উদ্দিনের ছেলে মোঃ সুবন মিয়া (১৯)। তারা দুই জনেই একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের বরাটিয়া এলাকায় একটি কুকুর হুট করে চলন্ত মোটরসাইকেলের নিছে চলে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর একজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এছাড়া বিপরীত দিক থেকে আসা সিএনজি থামাতে গেলে সিএনজিতে থাকা ৫ যাত্রী আহত হন। 

পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক বুলু জানান, এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। দুইজনই খুবই মেধাবী ছাত্র ছিল।