৩ দিনের রিমান্ডে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে সংগঠিত নাশকতার মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম পার্থ ভদ্র এই রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ওমর এ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
আসামি পক্ষে অ্যাডভোকেট ওবাইদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদনের শুনানিতে বলেন, ‘এ আসামি নির্দোষ, নিরাপরাধ। তাকে ষড়যন্ত্রমূলক ভাবে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। একটা ঘটনা সৃষ্টি করে মামলা দায়ের করে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তিনি জটিল রোগে আক্রান্ত। রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের প্রার্থনা করছি।’
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
শুনানি শেষে আদালত এস এম মিজানুর রহমানের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ৭ মে রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ।
মামলা থেকে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই আন্দোলন চলাকালে এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র সোহাগ মিয়া গত ২৫ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।