বিদেশি নামকরা প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে কাজ করছে সরকার: বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
০৮ মে ২০২৫, ১৬:০৯
শেয়ার :
বিদেশি নামকরা প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে কাজ করছে সরকার: বিডা চেয়ারম্যান

বিদেশি বিনিয়োগ দেশের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বিদেশি নামকরা প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। 

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর ও বে টার্মিনাল প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘সারাবিশ্বে বিখ্যাত যেসব প্রতিষ্ঠান বন্দর পরিচালনা করছে, তাদের নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। লালদিয়া চরে কাজ করবে বিশ্ব বিখ্যাত বন্দর অপারেটর নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল। যেখানে প্রতি বছর বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন, সেখানে প্রতিষ্ঠান একাই বিনিয়োগ করবে ৮০০ মিলিয়ন ডলার।’

আশিক চৌধুরী আরও বলেন, ‘এ ছাড়া বে টার্মিনালে বিনিয়োগে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পোর্ট অথরিটি পিএসএ। ভবিষ্যতে বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করতে কাজ করছে সরকার।’

প্রকল্প পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বন্দর চেয়ারম্যানসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।