হঠাৎ ভারত সফরে ইরান ও সৌদির মন্ত্রী-প্রতিমন্ত্রী
পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই একই দিনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সফর করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। চলমান পাকিস্তান ও ভারত উত্তেজনার মধ্যে অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে সাক্ষাত করেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৈঠকের কথা জানিয়েছেন জয়শঙ্কর নিজেই।
জয়শঙ্কর লিখেছেন, ‘আজ সকালে সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়েরের সাথে ফলপ্রসূ বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করার বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
একই সময়ে ভারতের মাটিতে পা রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গতকাল বুধবার গভীর রাতে তার দিল্লি আগমনও কূটনৈতিক বিশেষজ্ঞদের নজর এড়ায়নি।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে লিখেছেন, ‘আরাঘচি ভারত-ইরান যৌথ কমিশনের বৈঠকে যোগদানের জন্য দিল্লিতে এসেছেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
জয়সওয়াল লেখেন, ‘এই বৈঠককে ভারত-ইরান মৈত্রী চুক্তির ৭৫তম বার্ষিকীতে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা এবং সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হিসেবে বর্ণনা করেছেন।’
এসব সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গতকাল বুধবার পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালিয়েছে ভারত। দেশটির দাবি তারা পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে পাকিস্তানের বলছে, ভারত ছয়টি স্থানে হামলা চালিয়েছে। পাকিস্তান ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করেছে। বিমান ভূপাতিত করার দাবি নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি।