গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ননদ জামাই গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
০৮ মে ২০২৫, ১১:২০
শেয়ার :
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ননদ জামাই গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (১৯) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ননদের স্বামী মো. মারুফকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এই ঘটনাটি ঘটে। 

গ্রেপ্তার মো. মারুফ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাল্টা বাগান এলাকার মৃত মো. রিয়াজের ছেলে। গতকাল বুধবার দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ননদের শ্বশুর বাড়িতে বেড়াতে আসে ওই গৃহবধূ। গত শনিবার বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষণ করে মো. মারুফ। পরে বিষয়টি ওই গৃহবধূ তার স্বামীকে জানালে তিনিসহ থানায় এসে গত মঙ্গলবার মো. মারুফকে আসামি করে মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অভিযোগ পেয়ে ওই গৃহবধূর ননদের জামাই মারুফকে গ্রেপ্তার হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।