কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৭ মে ২০২৫, ২৩:২০
শেয়ার :
কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরুল আবছার (২৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার রামুর খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল ২নং ওয়ার্ডের আলী আহমদের ছেলে। তিনি রাবেতা প্রেসিডেনশিয়াল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, ক্লাস শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন নুরুল আবছার। পথিমধ্যে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে থাকা মাদ্রাসার কর্মচারী মামুন লাফ দিয়ে প্রাণে রক্ষা পান। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে গাড়িটি জব্দ করে।