গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে কি না, জানালেন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
০৭ মে ২০২৫, ২০:৩৮
শেয়ার :
গ্যাস-বিদ্যুতের দাম বাড়বে কি না, জানালেন উপদেষ্টা

আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম সরকার বাড়াবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার সচিবালয়ে শিল্পে গ্যাস সংকট নিয়ে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকের পর এ কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমরা যে নতুন মূল্যে গ্যাস আনি সেই তুলনায় গ্যাসের দাম অনেক কম। তবুও আমরা আপাতত গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বিদ্যুতের কোনো মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি না, জনস্বার্থ ও শিল্পের স্বার্থ বিবেচনা করে।’