শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত পাকিস্তান, ঘোষণা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫, ১৯:১০
শেয়ার :
শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত পাকিস্তান, ঘোষণা প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘শত্রুদের ধ্বংস করতে পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত।’

আজ বুধবার দেশটির গণমাধ্যম দ্য ডনের এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটির প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান সেনাবাহিনী শত্রু বিমানকে ‘সমুদ্রে ছুঁড়ে মারতে’ সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সাধারণ মানুষের প্রাণহানির প্রতিশোধ নিতে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে ভারতের হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান সেনাবাহিনী।’

ভারত থেকে বিমান কেনার বিষয়ে তিনি বলেন, ‘পাঁচদিন আগেও ভারত থেকে জেট বিমান কেনার জন্য আনন্দিত ছিল। এখন এই জেটগুলো যুদ্ধের আকারে উড়লেও আমাদের বিমান বাহিনীও প্রস্তুত রয়েছে।’

তিনি বলেন, গতকাল রাতেও ৮০টি ভারতীয় বিমান পাকিস্তানের ছয়টি শহরকে কেন্দ্র করে হামলা চালিয়েছে। কিন্তু আমরা ‘সম্পূর্ণ প্রস্তুত’ ছিলাম।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকের পর এক বিবৃতি বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ অনুমোদন’ দেওয়া হয়েছে।

এরপর প্রধানমন্ত্রী শাহবাজ দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিমানবাহিনী প্রধান জহির বাবরকে অভিনন্দন জানিয়ে বলেন বলেন, ‘পাকিস্তান শুধুমাত্র ভারতীয় বিমানের সঙ্গে যোগাযোগ বন্ধ করেনি বরং তাদের প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে।’