ভারত-পাকিস্তান উত্তেজনা /
‘গভীরভাবে উদ্বিগ্ন’ রাশিয়া, যুক্তরাজ্য-ফ্রান্সের বার্তা
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা চরমে। ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে গত মাসে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল ভারত। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় নরেন্দ্র মোদির দেশ। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বনেতারা।
এরই মধ্যে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মতো আন্তর্জাতিক পরাশক্তিরা। এবার ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে বার্তা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা বাহিনীর বাকি ৩ দেশ রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স।
এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে পাকিস্তান ও ভারতের মধ্যকার ‘ক্রমবর্ধমান সামরিক সংঘাতের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন’ রাশিয়া। দেশ দুইটিকে সংযম দেখানোর আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে। খবর বিবিসির।
বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে এবং এর যেকোনো মদদের বিরোধিতা করে। এই খারাপ কাজকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে একত্রিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় দেশটি। আশা করা হচ্ছে, দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে বিদ্যমান মতবিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা যাবে, রাশিয়া দ্বিপাক্ষিক সমাধানের পক্ষে কথা বলছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রাশিয়া ও ভারত দীর্ঘদিন ধরে একে অপরের গভীর বন্ধু। কিন্তু পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক বজায় রেখে চলছে দেশটি। তাছাড়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলায় তারাও খুব একটা ভালো অবস্থানে নেই।
এদিকে, ভারত-পাকিস্তানের চলমান দ্বন্দ্বকে চরম উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাজ্যও। দেশটির পররাষ্ট্র সচিব ডেভিড লেমি বলেছেন, ‘যুক্তরাজ্য সরকার ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং দ্রুত, কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য সরাসরি সংলাপে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।’
এই যুদ্ধে কেউই জিতবে না বলেও মনে করেন ব্রিটিশ পররাষ্ট্রসচিব, ‘আমি ভারত ও পাকিস্তানকে আগেই স্পষ্ট করেছি, এই অচলাবস্থা যদি বৃদ্ধি পায়, তাহলে কেউিই জিতবে না।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন করতে বলেছে নিরাপত্তা পরিষদের আরেক সদস্য দেশ ফ্রান্সও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, ‘সন্ত্রাসবাদের ভয়াবহতা থেকে নিজেকে রক্ষা করার জন্য ভারতের আকাঙ্ক্ষা আমরা বুঝতে পারি। তবে আমরা স্পষ্টতই ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি যাতে উত্তেজনা বৃদ্ধি না পায় এবং অবশ্যই বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া যায়।’