সংখ্যালঘু ও মসজিদকে লক্ষ্যবস্তু করেছে ভারত, দাবি পাকিস্তানের
ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। যদিও ভারতের দাবি, এ সংখ্যা ৭০ জনের কম নয়। চলমান তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। তবে মুসলমানদের টার্গেট করে এই হামলা চালানোর অভিযোগ পাকিস্তানের। খবর বিবিসি, ডন।
ভারতের ‘অপারেশন সিন্দুর’ লক্ষ্যবস্তু সম্পর্কে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ‘পাকিস্তানের মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করেছে ভারত। এটি মোদি সরকারের আমলে বেড়ে ওঠা সংকীর্ণ মানসিকতার প্রতিফলন। যেখানে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের টার্গেট করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘এটি মনে রাখা জরুরি যে যেসব স্থানে হামলা হয়েছে, সেগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যম আগের দিন গিয়েছিল। তারা দেখেছে যে ওই স্থানগুলোতে বেসামরিক মানুষজন অবস্থান করছিল।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তবে তিনি দাবি করেন, হামলায় ব্যবহৃত ভারতের পাঁচটি যুদ্ধবিমান এবং একটি কমব্যাট ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।
অপরদিকে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলাসহ ‘সন্ত্রাসবাদে পাকিস্তানের নিরবচ্ছিন্ন প্রশ্রয়ের জবাব দিতেই দেশটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দিল্লি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস