দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

শৈলকুপা (ঝিনইদহ) প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৫:৫৯
শেয়ার :
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে ডাকাতের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী রবিউল ইসলাম রনি মারা গেছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রভিন্সের ইথুছিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গতকাল সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন রবিউল ইসলাম। এ সময় ওয়েস্ট প্রভিন্সের ইথুছিয়ান একটি ডাকাতদল ব্যাংকে টাকা বহনকারী একটি গাড়িতে হামলা চালায়। এ হামলার সময় দুপক্ষের গোলাগুলির মধ্যে পরেন রবিউল। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে ঘটনাস্থলে তিনি মারা যান। 

নিহত রবিউল ঝিনাইদহের শৈলকুপার ৯ নম্বর মনোহরপুর ইউনিয়নের বিষ্ণদিয়া গ্রামের বাসিন্দা। ৫ ভাই ও ১ বোনের মধ্যে রবিউল ইসলাম সবার ছোট। প্রবাসে তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। রবিউলের মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার ব্যবস্থা করছে পরিবারের সদস্যরা।

নিহত রবিউলের বড় ভাই আব্দুল করিম মোল্যা বলেন, ‘তিনিও দক্ষিণ আফ্রিকায় প্রবাসী জীবন কাটিয়ে বর্তমানে গ্রামে বসবাস করছেন। দক্ষিণ আফ্রিকার ইথুছিয়ানে রয়েছে তাদের দুটি ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে ৪০ থেকে ৪৫ কর্মচারী চাকরি করেন। তার ছোট ভাই এসব ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করেন। গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ডাকাতদল ব্যাংকের টাকা বহনকারী একটি গাড়িতে হামলা চালায়। হামলার সময় দুই পক্ষের গোলাগুলির মধ্যে আটকে যায় রবিউল ইসলাম। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে রবিউলের মৃত্যু হয় বলে জানান।’ 

নিহত রবিউলের ভাতিজা আল মামুন বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে আমরা জানতে পেয়েছি চাচা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মরদেহ দেশে পাঠানোর সকল কাজ শেষ হয়েছে। আগামী শুক্রবার সকালে আমার চাচার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাবে। ’

প্রবাসে গুলিবিদ্ধ হয়ে রবিউলের মৃত্যু নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, তিনি বিষয়টি অবগত না। তার কাছে এ ধরনের কোনো তথ্য আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।