কালিয়াকৈরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার রাতে ব্যবসায়ী আবুল কালাম আজাদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
আবুল কালাম ঘটনার বর্ণনায় বলেন, মুখোশ পরা ৫ থেকে ৬ জন জন ডাকাত রাত ৩ টার দিকে বাড়ির সামনের গেইট ভেঙে বাসার ভিতর ঢুকে। আমাকে ও আমার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসার সব লুট করে নেয়। পরে আমাদের ডাক চিৎকারে এলাকার লোক ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় আড়াই ভরি স্বর্ণ ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাড়ীর ইনচার্জ আব্দুস সেলিম বলেন, খবর পেয়ে গতরাতে টহল পুলিশ গিয়েছিল। কিন্ত তার আগেই ডাকাত দল পালিয়ে যায়। ডাকাদল ধরার জন্য চেষ্টা চলছে।