ছয় ঘণ্টার অস্ত্রোপচারের পর ‘আইসিইউতে’ পবনদীপ

বিনোদন ডেস্ক
০৭ মে ২০২৫, ১০:৩২
শেয়ার :
ছয় ঘণ্টার অস্ত্রোপচারের পর ‘আইসিইউতে’ পবনদীপ

ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। গত সোমবার ভোরে গজরাউলা থানা এলাকার ৯ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। উত্তরাখণ্ড থেকে দিল্লি ফিরছিলেন তিনি ও তাঁর দুই সঙ্গী। হাসপাতালে ভর্তি হন পবনদীপ। তার সর্বশেষ অবস্থা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে গায়কের সহযোগী দল।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে জানা যায়, গাড়ি চালাতে চালাতে তার ড্রাইভার হঠাৎ ঘুমিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে সামনে থেকে একটা ক্যান্টার চলে আসে। ভয়ংকর দুর্ঘটনায় গুরুতর আহত পবনদীপকে হাসপাতালে নেওয়ার পর তৎক্ষনাৎ চিকিৎসা শুরু করেন কর্তব্যরত ডাক্তাররা। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

সেখানেই দেখা যায়, পবনদীপনের পরনের জামাকাপড় কাটছেন চিকিৎসকরা। অচেতন পবনদীপের ভেঙেছে দুই হাত ও পা। প্রাথমিক চিকিৎসারর পরেই তাকে দিল্লির হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও জানা যায় , ২ পা ও ২ হাত ভেঙেছে গায়কের। এছাড়াও মাথায় গুরুতর আঘাত লেগেছে তার। গত সোমবার সারাদিনই ব্যথায় ছটফট করছিলেন তিনি। অবশেষে সন্ধ্যায় দিল্লির হাসপাতালে অস্ত্রোপচার হয় তার। ৬ ঘণ্টা ধরে চলে সেই অপারেশন। আইসিইউতে রয়েছেন তিনি। আগামী ৩ থেকে ৪দিন তাকে রাখা হবে আইসিইউতে।

উল্লেখ্য, ২০২১ সালে ইন্ডিয়ান আইডলে বিজয়ী হন পবনদীপ। অরুণিতা কাঞ্জিলালকে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেন তিনি। পাহাড়ি পবনের গানে মুগ্ধ আপামর দেশবাসী। পবনদীপ উত্তরাখণ্ডের ছেলে। প্রথাগত গান শেখেননি তিনি। যদিও গান ছাড়াও বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাতেও সক্ষম তিনি। 

অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তার প্রেমের চর্চা জারি শুরু থেকেই। অরুণিতা বাংলার মেয়ে। আর সেই কারণে এই রাজ্যেও পবনর জনপ্রিয়তা রয়েছে। বাংলা গানও গাইতে পারেন পবন। 

এর আগে জানিয়েছিলেন, বাংলায় কাজ করতে আগ্রহী তিনি। দিন কয়েক আগেই জন্মদিন পালন করেছিলেন ধুমধাম করে। এরপরেই এই অঘটন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আপাতত এই প্রার্থনাই করছেন সকলে।