ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি
ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন পটুয়াখালী-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার বরিশাল সদরে চরমোনাই দরবারে দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাত ধরে দলটিতে যোগ দেন তিনি।
মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বর্তমানে উপজেলা বিএনপির কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে থাকলেও স্থানীয় রাজনীতিতে তিনি কোণঠাসা হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে পটুয়াখালী- ৪ আসন থেকে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তার।