বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনি গাছ

পাবনা প্রতিনিধি
০৬ মে ২০২৫, ১৯:৪৯
শেয়ার :
বজ্রপাতে দ্বিখণ্ডিত মেহগনি গাছ

পাবনায় হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে একটি বড় আকারের মেহগনিগাছ মাঝ বরাবর ফেরে দ্বিখণ্ডিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসের ভেতরে বিজ্ঞান ভবনের সমানে এই বজ্রপাতের এ ঘটনা ঘটে। তবে এতে কোন মানুষ হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী পাবনা এডওয়ার্ড কলেজের ফিজিক্স দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমামসহ কয়েকজন শিক্ষার্থী জানান, সকাল পৌনে ১০টার দিকে হালকা বৃষ্টির সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এ সময় আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। বজ্রপাতের শব্দে আমরা দ্রুত সবাই নিরাপদ স্থানে চলে যাই। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন গাছটি দেখতে ভিড় জমান।

এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রফেসর মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ডিপার্টমেন্টের শিক্ষকরা সবাই অফিস কক্ষে বসে ছিলাম। বারান্দাতে ছাত্র-ছাত্রীরা ছিল হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ প্রচণ্ড শব্দ একটা বিদ্যুৎ চমকাল। বাইরের দিকে তাকিয়ে দেখি একটা মেহগনি গাছের ডাল ভেঙে পড়ল। একটা লম্বা মেহগনি গাছ তার মাঝখান দিয়ে বজ্রপাতটি গিয়েছে, গাছটা ২ ভাগ হয়ে গেছে। বাহিরে যে ছাত্রছাত্রীরা ছিল আল্লাহর রহমতে তাদের কোনো ক্ষতি হয়নি। ’