পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক
০৬ মে ২০২৫, ১৯:৩৫
শেয়ার :
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা আলাপ-আলোচনার মাধ্যমে প্রশমনের অনুরোধ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনা যা ঘটেছে (ভারত ও পাকিস্তানের মধ্যে) এবং পাকিস্তান কি কি পদক্ষেপ নিয়েছে উনি (ইসহাক দার) সে ব্যাপারে অবহিত করতে আমাকে ফোন করেছিলেন রাত ৮টার সময় (গতকাল সোমবার)। সেখানে তারা (পাকিস্তান) যা করছেন শুধু তারই বর্ণনা দিয়েছেন।’

তৌহিদ হোসেন বলেন, ‘আমার কাছে তিনি কোনো সহায়তা চাননি বা রিঅ্যাকশনও কিছু চাননি। আমি শুধু বলেছি, আমরা আসলে চাই যে শান্তি বহাল থাকুক। উত্তেজনা প্রশমনে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং উত্তেজনার ভিত্তিতে যেন কোনো ঘটনা না ঘটে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। ’

এই বার্তা কি দিল্লির কাছে পৌঁছাবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি এক্সাক্টলি জানি না। যদি আমার কাছে জানতে চায় (দিল্লি) আমি এক্সাক্টলি একই কথা বলব। আমার তো আগ বাড়িয়ে বলার দরকার নাই। যেহেতু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে কল দিয়েছিলেন তাই আমি বলেছি, আমরা শান্তি চাই।’