ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

নালিতাবাড়ী প্রতিনিধি
০৬ মে ২০২৫, ১৮:৩১
শেয়ার :
ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ২৪ বোতল ভারতীয় মদসহ সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা ব্রিজপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সাইফুল ওই ইউনিয়নের বেকিকুড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা ব্রিজপাড় এলাকা দিয়ে ভারতীয় মদ পাচার করা হবে। এমন সংবাদে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তালেবের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় একাশি কাঠের বাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারিরা বস্তা ভর্তি ভারতীয় মদ পাচার করছিল। পরে দুটি কাটুনে ভর্তি ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধারসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার ওই ২৪ বোতল ভারতীয় মদের দাম আনুমানিক ৯৬ হাজার টাকা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তাররোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ’