টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষা দিতে এসে আটক ২
গাজীপুরের শ্রীপুরে টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষা দিতে এসে দুই পরীক্ষার্থী আটক হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শ্রীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের ট্রেড-২ বিষয়ের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার কেওয়া গ্রামের বাসিন্দা মামুন (২১) ও লোহাগাছ গ্রামের জুনায়েত আহামদ সাগর(২২)। তারা উপজেলার জৈনাবাজার আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কমার্শিয়াল ইনিস্টিটিউটের পরীক্ষার্থী মো. হাইয়ুল ইসলাম ও মো. রাণা মোল্লার প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। আটকদের পুলিশে সোপর্দ করা হয়।
জানা গেছে, শ্রীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলছিল। ওই কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের ৪০৩ জন পরীক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে জৈনাবাজার আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউটের পরীক্ষার্থীর সংখ্যা ৪১ জন। আটক দুই পরীক্ষার্থী প্রথম থেকেই বহাল তবিয়তে পরীক্ষা দিয়ে আসছিলেন। তারা সাতটি পরীক্ষা দিয়েছেন। আজ অষ্টম পরীক্ষার দিন গোপন সংবাদে তথ্য পেয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা ওই দুই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা অকপটে সব স্বীকার করেন। পরে কেন্দ্রসচিব তাদের পুলিশে সোপর্দ করেন।
আটক মামুন জানায়, ওই স্কুলের নিয়মিত পরীক্ষার্থী মো. হাইয়ুল ইসলামের পরিবর্তে পাঁচ হাজার টাকা নিয়ে প্রথম থেকে প্রক্সি পরীক্ষা দিচ্ছিলেন তিনি। পরীক্ষা শেষে তাকে আরও টাকা দেওয়ার কথা ছিল।
জুনায়েত জানান, দশ হাজার টাকার চুক্তিতে একই স্কুলের পরীক্ষার্থী মো. রানা মোল্লার পরিবর্তে নগদ ৫ হাজার টাকা নিয়ে প্রথম থেকে পরীক্ষা দিয়ে আসছিলেন।
জৈনাবাজার আদর্শ কারিগরি স্কুল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টিটিউটের সুপারিন্টেনডেন্ট রুখসানা জানান, তার প্রতিষ্ঠান থেকে ভুয়া ছাত্র পরীক্ষা দিচ্ছে এটি তার জানা ছিল না। পরীক্ষা কেন্দ্রে ছাত্র আটকের খবর পেয়ে কেন্দ্রে এসে জানতে পেরেছেন। তবে কিভাবে প্রবেশপত্র নিয়ে দুই ভুয়া ছাত্র পরীক্ষা দিচ্ছিলেন সে বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা চলাকালে কেন্দ্র থেকে ওই দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড হুবহু নকল করে ওরা পরীক্ষা দিচ্ছিল।
কেন্দ্রসচিব শাহানা পারভীন জানান, পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে দুই ভুয়া পরীক্ষার্থী সনাক্ত করা হয়। বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। পরে আটকদের পুলিশে সোপর্দ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম জানান, পরীক্ষা কেন্দ্র থেকে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। প্রকৃত পরীক্ষার্থীসহ আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রসচিব বাদী হয়ে এ বিষয়ে মামলা দায়ের করবেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।