খালেদা জিয়ার দেশে ফেরা, দেখুন ছবিতে

অনলাইন ডেস্ক
০৬ মে ২০২৫, ১২:২৬
শেয়ার :
খালেদা জিয়ার দেশে ফেরা, দেখুন ছবিতে

দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দরে খালেদা জিয়া এবং তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে অভ্যর্থনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতারা।

এদিন খালেদা জিয়াকে স্বাগত জানাতে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেন।

দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশের ফুটপাতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দরের চারদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিন বিমানবন্দরে প্রবেশের গোলচত্বর এলাকায় এয়ারপোর্ট আর্মড পুলিশ সদস্যদের কঠোর অবস্থান নিতে দেখা গেছে।

আর্মড পুলিশের পাশাপাশি সিভিল এভিয়েশনের নিজস্ব সিকিউরিটি, অ্যাভসেক, বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজার’ নিরাপত্তায় রয়েছেন সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দেখা গেছে, ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেওয়া হয়েছে। শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।