ধামরাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

জাহিদুর রহমান, (সাভার) ঢাকা
০৬ মে ২০২৫, ০৯:৫০
শেয়ার :
ধামরাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ধামরাইয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. জুবায়ের আহামাদ নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুবায়ের আহামাদ ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের তালিমুল কোরআন মাদরাসার শিক্ষক।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুটি তালিমুল কোরআন মাদরাসায় আবাসিকভাবে থেকে তৃতীয় শ্রেণীতে পড়ে। গত রবিবার রাতে আড়াইটার দিকে ওই শিশুকে ঘুম ভাঙিয়ে নিজের শয়ন কক্ষে নিয়ে যায় ওই শিক্ষক। এরপর তাকে কক্ষে জোরপূর্বক ধর্ষণ করে।

গতকাল সোমবার অসুস্থতার কথা বলে মাদরাসা থেকে বাড়ি গিয়ে নিজের মাকে ঘটনা খুলে বলে ওই শিশুটি। পরে তাকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করে ভুক্তভোগীর মা। পরে অভিযান চালিয়ে ওই মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।