মঙ্গলবার বিমানবন্দর সড়ক ব্যবহারে হজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে আগামীকাল মঙ্গলবার ভিভিআইপি মুভমেন্ট থাকায় বিধায় হজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৬ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে রাস্তায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে প্রেক্ষিতে যানজটসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য যে সকল হজ এজেন্সির হজযাত্রীগণ আগামীকাল (মঙ্গলবার) হজ ফ্লাইটে সৌদি আরব যাবেন তাদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, কাল সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) যাবেন তিনি। এ জন্য গুলশান বনানী এলাকায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হয়ে যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?