ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

অনলাইন ডেস্ক
০৫ মে ২০২৫, ২২:২০
শেয়ার :
ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে ছেড়েছে।আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের রানওয়ে ছেড়ে যায়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) বহন করা কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।’

আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছানোর কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। তার সঙ্গে আসছেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মীলা রহমান। এ ছাড়াও মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট নয়জন একইসঙ্গে আসছেন।

ঢাকায় এসে গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন বেগম খালেদা জিয়া। এরই মধ্যে ‘ফিরোজা’ প্রস্তুত করা হয়েছে। বাড়িটির চারদিকে দেয়াল ঘেরা, সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এদিকে, দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে অবস্থান করার আহ্বান জানিয়েছেন যাতে যানজটে সাধারণ মানুষের ভোগান্তি না হয়।

গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। পরে ২৫ জানুয়ারি থেকে তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এবারও কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া।