মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা-বাবা

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
০৫ মে ২০২৫, ২০:৪৪
শেয়ার :
মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিলেন মা-বাবা

নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনের অপরাধে মাদকাসক্ত ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা-মা। আজ সোমবার বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকাসক্ত স্বাধীন ইসলাম (২৬) উপজেলার আগ্রান গ্রামের আব্দুস সালামের ছেলে।

আজ সোমবার দুপুরে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে স্বাধীন ইসলামের আপন দুই ভাইসহ আরও ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত স্বাধীনের কারণে দীর্ঘদিন ধরে তাদের পরিবারে অশান্তির সৃষ্টি হয়ে আসছে। তিনি নিয়মিত মাদক সেবন করেন। মাদকের জন্য টাকা দিতে প্রতিনিয়ত পরিবারের লোকজনের ওপর অত্যাচার করে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোমবার দুপুরে বাবা-মা তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেন। পরে বাবা-মায়ের অভিযোগসহ তার স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

এছাড়াও একই দিনে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলার পারকোল গ্রামের হাফিজুর খানের ছেলে রিয়াজুল খানকে এক বছর, কালিকাপুর বেড়পাড়া গ্রামের মকবুল মন্ডলের ছেলে আব্দুল হালিম ও আব্দুল বারেককে এক মাস এবং হারোয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মনজুর হোসেনকে ৭ দিনের কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

স্বাধীন ইসলামের বাবা আব্দুস সালাম জানান, ‘নানা ভাবে চেষ্টা করেও আমার ছেলেকে মাদক সেবন থেকে ফেরাতে পারিনি। বরং দিন দিন তার অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাই বাধ্য হয়ে আমাকে প্রশাসনের সাহায্য নিতে হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, সোমবার দুপুরে পুলিশ স্বাধীনসহ কারাদণ্ডপ্রাপ্ত মোট পাঁচজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।