বিনামূল্যে চিকিৎসা পেল ১২০ জন হৃদরোগী শিশু

স্বাস্থ্য ডেস্ক
০৫ মে ২০২৫, ১৯:১৮
শেয়ার :
বিনামূল্যে চিকিৎসা পেল ১২০ জন হৃদরোগী শিশু

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কিডস হার্ট ফাউন্ডেশন ও কাতার চ্যারিটির সহায়তায় ১২০ জন শিশু হৃদরোগীর সফল ইন্টারভেনশনাল চিকিৎসা সম্পূর্ণ হয়েছে।

গত ১১ এপ্রিল হতে ১৯ এপ্রিল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগে কাতার চ্যারিটির সহায়তায় জন্মগত হৃদরোগে আক্রান্ত ১২০ জন শিশুর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারভেনশনাল চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কাতার চ্যারিটির অর্থায়নে প্রতিদিন গড়ে ১৫-১৬ জন শিশুর হৃৎপিণ্ডে সফলভাবে ডিভাইস প্রতিস্থাপন করা হয়। এক সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় সর্বশেষ ১০০ জন শিশুর মধ্যে সফলভাবে ইন্টারভেনশনাল চিকিৎসা সম্পন্ন করা হয়েছে।

এদের মধ্যে ৪০ জন রোগীর পিডিএ ডিভাইস ক্লোজার, ৩৪ জন রোগীর এএসডি ডিভাইস ক্লোজার, ১৬ জন রোগীর ভিএসডি ডিভাইস ক্লোজার, ৬ জন রোগীর বেলুন এনজিওপ্লাস্টি ৪ জন রোগীর বেলুন কুয়াকটুপ্লাস্টি করা হয়। এছাড়া ২১ জন রোগীকে সার্জারির জন্য রেফার করা হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ৫টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি রোগীদের অপারেশন পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম এবং তার চিকিৎসক দল।

ইনফ্রাস্ট্রাকচার ও লজিস্টিক সহায়তায় পাশে ছিল বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল এবং এই আয়োজনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিশু হৃদরোগ নিয়ে কাজ করা জাতীয় সংগঠন “কিডস হার্ট ফাউন্ডেশন”।

এই সফল কর্মসূচি শিশুদের একটি সুস্থ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে, যা মানবিক সহানুভূতি, আন্তর্জাতিক সহযোগিতা ও চিকিৎসা উৎকর্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।