সোনাদিয়ার সৈকতে অজ্ঞাত যুবকের লাশ, পরনে লাইফ জ্যাকেট
কক্সবাজারের মহেশখালীতে সাগরে ভাসমান অবস্থায় লাইফ জ্যাকেট পরিহিত অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর রাত ৪ টার দিকে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের পশ্চিম সাগর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে কায়সার হামিদ বলেন, গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে আসায় লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি।
এরপর আজ সোমবার ভোর রাত ৪ দিকে স্থানীয় জেলেদের সহায়তায় পুলিশ লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় ভাসমান মৃতদেহটি উদ্ধার করেছে। তার পরনে হাফ প্যান্ট ও হাফ হাতা গেঞ্জি রয়েছে। তার শরীরে আঘাতের কোন ধরণের চিহ্ন নেই।
মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত উদ্ধার যুবকের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার আনুমানিক বয়স ২৩ থেকে ২৪ বছর।
ওসি আরও বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন কোন ট্রলার দুর্ঘটনা অথবা ট্রলার থেকে কোনভাবে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।