গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মৌ
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানগুলোর একটি ‘তুমি রবে নীরবে’। ইতিমধ্যেই গানটি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য মিউজিক ভিডিও। তবে এবার গানটি নিয়ে গল্পভিত্তিক একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। আর এতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
গল্পে এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগত ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতা রূপায়িত হয়েছে। তুলে ধরা হয়েছে নিঃশব্দ ভালোবাসা, প্রতীক্ষা ও মাতৃত্বের ব্যথা। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী শিরিন চৌধুরী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রযোজনা সংস্থা সিংগিস্টিক’র ব্যানারে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। চিত্রগ্রহণে আছেন সুমন হোসেন। এতে মৌ’র মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নিদ্রিতা সরকার।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
মূলত সকল মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক চিরন্তন উৎসর্গ হিসেবে নির্মিত হয়েছে এটি- জানালেন চয়নিকা চৌধুরী। আর মিউজিক ভিডিওটি মুক্তি পাবে আগামী ১১ মে, আন্তর্জাতিক মা দিবসে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’