মতলবে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

আরাফাত আল-আমিন, মতলব (চাঁদপুর)
০৫ মে ২০২৫, ১১:০৩
শেয়ার :
মতলবে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যান খাদে পড়ে মো. আলাউদ্দিন নামে একজন কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬ টার দিকে উপজেলার ভাটিরসূলপুর নামক স্থানে বেরীবাঁধ সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৮ জন আহত হয়েছে। 

নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চারপিরচর গ্রামে। তার পিতার নাম মো. হামিদ মোল্লা। তিনি লক্ষীপুরের রায়পুর থেকে কাপড়ের ব্যবসা করতেন। ওই পিকআপ ভ্যানে রায়পুরের মোট ১২ জন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তারা ভুলতা গাউছিয়া মালামাল ক্রয় করতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষীপুরের রায়পুর থেকে একটি পিকআপ ভ্যান ভুলতা গাউছিয়ার উদ্দেশ্যে এই মতলব-শ্রীরায়েরচর সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআট ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে (সেচ ক্যানেল) পড়ে যায়। ঘটনাস্থলেই মো. আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়। 

আহতের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৬ জনকে আর ২ জনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত ব্যবসায়ী মো. জাহাঙ্গীর, কাসেম, কাইয়ুমের বাড়ি টাঙ্গাইল জেলায় ও বাসেদ, মুজাহিদের বাড়ি সিরাজগঞ্জে। তারা লক্ষীপুরে কাপড়ের ব্যবসা করেন।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, আহতের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।