হাসনাতের ওপর হামলা, বাংলামোটরে প্রতিবাদ মিছিল

অনলাইন ডেস্ক
০৪ মে ২০২৫, ২২:১৭
শেয়ার :
হাসনাতের ওপর হামলা, বাংলামোটরে প্রতিবাদ মিছিল

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে প্রতিবাদ মিছিল করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

আজ রবিবার রাত ১০টার দিকে শত শত নেতাকর্মীর অংশগ্রহণে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। নানা স্লোগানে মিছিলটি শাহবাগের দিকে যায়। এর আগে সন্ধ্যা ৭টার কিছু সময় আগে দুর্বৃত্তদের একটি দল হাসনাত আবদুল্লাহকে বহনকারী গাড়িতে হামলা চালায়। ঘটনার সময় তিনি গাড়িতে ঘুমিয়ে ছিলেন।

যে গাড়িতে হামলা হয়েছে সেটির চালক জানিয়েছেন, কয়েকটি মোটরসাইকেলে থাকা লোকজন তাদের দীর্ঘক্ষণ অনুসরণ করছিল।

জানা যায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হাসনাত। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার শিকার হন তিনি। এতে আহত হন হাসনাত আবদুল্লাহ।